দুই বছর বন্ধ থাকার পর চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা

    0
    29


    ও বৈশাখী মেলার আয়োজন। গতকাল শুরু হওয়া ১১৩তম আসর ঘিরে লালদিঘীর ময়দানে চলছে তিনদিনব্যাপী মেলা। এ উপলক্ষে, দেশের বিভিন্নস্থান থেকে আনা নানারকম দেশীয় পন্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

    গত দুই বছর করোনার কারণে অনুষ্ঠিত হয়নি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলিখেলা ও বৈশাখী মেলা। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে আয়োজনে।

    দু’বছর পর এমন আয়োজন হওয়ায় খুশি স্থানীয়রা। এছাড়া মেলায় বিভিন্ন পণ্যের কেনাবেচাও ভালোই চলছে।

    এদিকে, কাল বলিখেলায় অংশ নেয়ার জন্য এরইমধ্যে প্রায় দেড় শতাধিক প্রতিযোগির নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।বলেন জহর লাল হাজারী, কাউন্সিলর, চট্টগ্রাম সিটি করপোরেশন

    চট্টগ্রামের শত বছরের ঐহিত্যকে ধরে রাখতে, বলি খেলার এই সংস্কৃতি আগামী দিনেও অব্যাহত রাখার দাবি সর্বসাধারণের।