দুদককে নিজের ঘর থেকেই অভিযান শুরু করতে হবে: রাষ্ট্রপতি

    0
    9

    দুদককে নিজেদের ঘর থেকেই অভিযান শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বলেন, কয়েকজন মানুষের জন্য পুরো প্রতিষ্ঠান যেন প্রশ্নবিদ্ধ না হয়। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। 

    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলায় এ সব কথা বলেন তিনি। 

    আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে। বঙ্গভবন থেকে পূর্বে ধারণকৃত রাষ্ট্র প্রধানের ভাষণটি সে অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। এসময় রাষ্ট্রপতি বলেন, সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করতে হবে। তা হলেই সমাজে এই দুর্নীতি হ্রাস পাবে।