দূর্গোৎসবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি দিবাকর দত্ত সাধারণ সম্পাদক সুরজিত দত্ত সৈকত

    0
    179


    ঐতিহ্যবাহী কৈনপুরা সচেতন সংঘের সার্বজনীন

    গতকাল ২৬ জুন শুক্রবার বিকাল ৫ টায় আনোয়ারা থানাধীন কৈনপুরা সচেতন সংঘের অস্থায়ী কার্যালয়ে শারদীয় দূর্গোৎসব দ্বি-বার্ষিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৈনপুরা সচেতন সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু প্রিয়তোষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কৈনপুরা সচেতন সংঘের সাবেক আহŸায়ক দিবাকর দত্তকে সভাপতি ও কৈনপুরা সচেতন সংঘ পরিচালনা পরিষদের সাবেক সফল সভাপতি সুরজিত দত্ত সৈকতকে সাধারণ সম্পাদক, বাসু দাশকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কৈনপুরা সচেতন সংঘে সার্বজনীন দূর্গোৎসবের দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কৈনপুরা মহাশক্তি বৈদিক গীতা শিক্ষা বিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক পূজা পরিচালনা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, কৈনপুরা সচেতন সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ। কৈনপুরা সচেতন সংঘের সভাপতি বাবু সুশান্ত দত্ত ও সাধারণ সম্পাদক প্রণতোষ দত্ত’র যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন, মহামারীর কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা দূর্গোৎসব পালন করবো। সভায় কোভিড-১৯ এর কারণে যে সকল জনপ্রতিনিধি, সংবাদিক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, জনপ্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই-বোনদের আমরা হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করে এবং যারা আক্রান্ত হয়ে অসুস্থ আছেন, তাদের দ্রæত সুস্থতার জন্য মহামায়া দেবী দূর্গার কাছে প্রার্থনা করা হয়।