নয়াদিল্লিতে জেআরসি কর্মকর্তা পর্যায়ের দু’দিনের বৈঠক শুরু 

    0
    11

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের কর্মকর্তারা দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২৩ আগস্ট) দুই দিনের বৈঠক শুরু করেছেন।

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের কর্মকর্তারা দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২৩ আগস্ট) দুই দিনের বৈঠক শুরু করেছেন।

    বৈঠকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে সামনে রেখে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ গঙ্গার পানি ব্যবহার এবং কুশিয়ারা নদী থেকে পানি প্রত্যাহারের একটি চুক্তির বিষয়ে যৌথ সমীক্ষা চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে। তারা আরও বলেন যে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে প্রবাহিত নদীগুলিতে পানির প্রবাহের তথ্য শেয়ার করার বিষয়ে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) বৈঠকে চূড়ান্ত করা হবে।

    সূত্রগুলো আরও জানায়, বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি অভিন্ন নদী- মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমারের একটি কাঠামো চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা ইস্যুটি উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। এছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়গুলোও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

    উল্লেখ্য, ১২ বছর বিরতির পর আগামী ২৫ আগস্ট ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের জলশক্তি (পানিসম্পদ) মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত এবং বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সর্বশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ২০১০ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছিল।

    সূত্র: বাসস