নির্বাচন ঘিরে ইসলামি আন্দোলনের নেতৃত্বে আসছে নতুন জোট

    0
    20
    নির্বাচন ঘিরে ইসলামি আন্দোলনের নেতৃত্বে আসছে নতুন জোট

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ইস্যুতে সভা-সমাবেশ করে মাঠ গরমে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। তখন ড্রয়িং রুমের টেবিলে নির্বাচনের ছক কষতে পিছিয়ে নেই ইসলামী দলগুলোও।

    ইসলামী আন্দোলনের নেতৃত্বে নতুন জোট গড়তে যাচ্ছে সমমনা বেশ কয়েকটি দল। সম্প্রতি ক্লোজডোর বৈঠকও হয়েছে বেশ কয়েকটি। নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে আগামী বছরের মাঝামাঝিতে।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম বলেন, ‘প্রায় ৮-৯টি ইসলামী দলের মধ্যে আমাদের আলোচনা অনেকটাই ফলপ্রসূ হয়েছে। ‘ইসলাম ইস দ্যা বেস্ট’ এই নীতির আলোকে যারা আমরা একমত হতে পারবো তাদেরকে নিয়েই জোটবদ্ধ হওয়ার চিন্তা আমাদের মাথায় আছে।’


    বিএনপি জোট ছেড়ে আলাদা অস্তিত্বের জানান, দিতে নতুন জোটের সাথে যেতে প্রস্তুত দলগুলো। এরই মধ্যে বিভিন্ন আসনে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু হয়েছে।

    এ বিষয়ে খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী বলেন, ইসলামী দলগুলোর মধ্যে এমন একটি তৎপরতা আছে যে আমাদের মধ্যকার দুরত্ব কমায় কিভাবে কাছাকাছি আসতে পারি সেওজন্য একটা চেষ্টা চলছে।

    বৈঠকে অংশ নেয়া খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের জানান, আগামী বছরের মাঝামাঝিতে সবকিছু পরিস্কার করা হবে।

    তবে নিবন্ধন না থাকা জামায়াতে ইসলামীকে জোটে রাখা হবে কি না তা খো