পঞ্চগড়ে নিহত বিএনপি নেতার বাড়িতে রেলমন্ত্রী

    0
    18

    পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে গিয়ে নিহত আব্দুর রশিদ আরেফিনের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানালেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রী তারা ইউনিয়নের পাথরাজ চন্দনপাড়া গ্রামে আরেফিনের বাড়িতে যান।শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রী তারা ইউনিয়নের পাথরাজ চন্দনপাড়া গ্রামে আরেফিনের বাড়িতে যান।

    চিকিৎসক ও পরিবারের বরাত দিয়ে মন্ত্রী বলেন, তার মৃত্যু পুলিশের আক্রমণে হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 

    এসময় মন্ত্রী আরেফিনের স্ত্রী ও সন্তানকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

    উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর পঞ্চগডে বিএনপি গণমিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছোড়ে। ঘটনাস্থলে আব্দুর রশিদ আরেফিন মাটিতে পড়ে যান।পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।