পরীমণি ইস্যুতে উত্তপ্ত সংসদ

    0
    14

    কমেছে ভূ-গর্ভস্থ পানির স্তর, কৃত্রিম জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগঢাকা বোট ক্লাব আর পরীমণি ইস্যুতে উত্তপ্ত সংসদ।

    বৃহস্পতিবার (১৭ জুন) সকালে বাজেট অধিবেশনের আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনর রশীদ অভিযোগ করেন, এই সব ক্লাব সরকারের মদদেই চলছে। এমনকি এখানে মদদ আছে, আইন-শৃংখলা বাহিনীরও। 

    তাই অভিজাত এ সব ক্লাবের সদস্যদের আয়ের উৎস জানতে চান তিনি। আর ৫০-৬০ লাখ টাকা দিয়ে সদস্য হওয়া নিয়ে প্রশ্ন তুলেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। অভিযোগ করেন অসামাজিক কাজকর্ম চলে যা প্রশ্রয় দেন রাষ্ট্র। 

    তবে সরকার দলীয় সংসদ শেখ সেলিম দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের আমলেই শুরু হয় দেশের সব অপসংস্কৃতি। এর পাল্টা জবাবে হারুনর রশিদ বলেন, ৪০ বছর আগের ইতিহাস না সরকারের উচিত বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।