পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোট রাত পোহালেই

    0
    17

    রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট। এই দফায় ৩৪ আসনের ভোট নেওয়া হবে। চার মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবারের ভোটে। সোমবার (২৬ এপ্রিল) করোনা স্বাস্থ্যবিধি মেনে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।পশ্চিমবঙ্গে প্রতি চারজনে একজন করোনা শনাক্ত হচ্ছেন। একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা শতাধিক। এমন বাস্তবতায় সোমবার রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ।এই দফায় ৩৬ আসনের ভোট নেওয়ার কথা থাকলেও করোনায় দুই প্রার্থীর মৃত্যুর ঘটনায় ভোট নেওয়া হচ্ছে ৩৪ আসনে। নিরাপত্তার কথা মাথায় রেখে এদিনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এছাড়া ৪ জন মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মন্ত্রীদের মধ্যে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।সপ্তম দফার ভোটের মধ্যদিয়ে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার ২৫৭ আসনের ভোট গ্রহণ শেষ হবে। ২৯ এপ্রিল শেষ দফায় বাকি আসনের ভোট নেয়া হবে। ফলাফল পাওয়া যাবে আগামী মাসে।