প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-ফ্রান্স

    0
    10

    প্রতিরক্ষা সহায়তা আরও জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স। প্রধানমন্ত্রীর সফরে এনিয়ে দুই দেশের মধ্যে একটি ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষর হয়। 

    প্যারিসে মঙ্গলবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বিষয়টি জানানো হয়।

    এতে বলা হয়, দুই দেশই প্রতিরক্ষা ও নিরাপত্তা, অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে নিতে আগ্রহী। সেজন্যে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে আরও জোরদার সংলাপ ও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। 

    এছাড়াও উভয়ের চাহিদা ও তা পূরণে সক্ষমতার ওপর ভিত্তি করে প্রতিরক্ষা সামগ্রী কেনা সংক্রান্ত সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। যৌথ ঘোষণায় মোট ১৪টি পয়েন্ট উল্লেখ করা হয়। যেখানে নিরাপদ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ওপর জোর দেয়া হয়। 

    ইউনেসকোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে এবং সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ করতে শেখ হাসিনা মঙ্গলবার সকালে লন্ডন থেকে প্যারিস পৌঁছান।