বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর: র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় অস্বস্তি 

    0
    10
    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর: র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় অস্বস্তি

    মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে না থাকলেও দ্রুতই নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে চিঠি লিখেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। ১৯৭২ সালের ৪ এপ্রিল, সেই চিঠির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের শুরু হয়। তবে এ দেশের স্বাধীনতার পক্ষে না থাকার কথা অকপটে স্বীকার করেছেন দেশটির শীর্ষ নীতিনির্ধারক।

    ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের পক্ষে অবস্থান নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ১৯৭২ সালের ৪ এপ্রিল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি।

    হোয়াইট হাউজ থেকে পাঠানো এক পাতার চিঠিতে বলা হয়, ১৯৪৯ সাল থেকে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশন রয়েছে। এই সম্পর্কের প্রেক্ষাপট ঐতিহাসিক। ক্ষুধা, দারিদ্র, নিরক্ষতা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আগ্রহ জানায়। আশা প্রকাশ করে, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির জানান, ওই সময়ে মার্কিন শীর্ষ এক নীতি নির্ধারক তাকে বলেন, মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সঠিক ছিল না।