বাজেট অধিবেশন চলাকালে মিটিং-মিছিল বন্ধ 

    0
    14

    আসছে জাতীয় বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের চলাচল নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশসহ বেশকিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    আগামী ৫ জুন থেকে শুরু হওয়া ১৮তম অধিবেশন (বাজেট অধিবেশন) শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

    বৃহস্পতিবার (২ জুন) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: আ.লীগের টিম যাচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন মনিটরিংয়ে

    এতে বলা হয়, আগামী শনিবার (৪ জুন) রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক ছাড়াও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনসহ যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

    আসন্ন অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে। ফলে দীর্ঘস্থায়ী হতে পারে এই অধিবেশন।