বিজিএমইএ নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ

    0
    10

    বিজিএমইএ নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ

    নিজস্ব প্রতিবেদকঃ দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ।

    শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

    চট্টগ্রাম বোয়ালখালীর খায়ের মঞ্জিল দরবার শরীফের সাবেক সভাপতি ও বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মরহুম মোহাম্মদ আবুল কালাম ভোলা এর সুযোগ্য দ্বিতীয় সন্তান, আর, ডি, এম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তফা সরোয়ার রিয়াদ বিপুল ভোট বিজিএমইএ নির্বাচন ২০২৪-২৬ এ পরিচালক নির্বাচিত হয়েছে।
    নির্বাচিত হওয়ায় বোয়ালখালী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    নির্বাচনে মোট ২ হাজার ৪৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ২২৬ জন, যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ১২। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৩৯ জন, মানে ৯০ দশমিক ৫০ শতাংশ।
    আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোট দিয়েছেন। সেখানে ভোট দেওয়ার হার ৮৩ দশমিক ৪০ শতাংশ।

    সবশেষ বিজিএমইএ নির্বাচন হয় ২০২১ সালে। ওই ভোটে ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালকের ২৪টিতে জয়ী পায় সম্মিলিত পরিষদ।

    ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ২০২৪-২৬ মেয়াদে বিজিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়