বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনেরই মৃত্যু

    0
    21

    ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৪ সেনা কর্মকর্তাকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে বুধবার (৮ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে।

    সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হবে। পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর পার্বত্যাঞ্চল নিলগিরিস জেলার কাছে কুনুরে এই দুর্ঘটনা ঘটে।

    তারা বলছে, ওই হেলিকপ্টারটি সুলুর বিমানবাহিনীর ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস কলেজ (ডিএসসি) যাচ্ছিল। জরুরি এবং উদ্ধারকারী দলগুলো এখন ঘটনাস্থলে রয়েছে।

    এ ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামাচন্দ্রন। তখন তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরোহী আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

    চিফ অব ডিফেন্স স্টাফের পাশাপাশি ওই হেলিকপ্টারে ছিলেন তার স্ত্রীও। জানা যায়, সুলুরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি থেকে ৫০ কিমি পথ অতিক্রম করার কথা ছিল হেলিকপ্টারটির। তবে মাঝপথেই আকাশ থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।