বোয়ালখালীতে মৌলভী আবুল খায়ের নকশবন্দির ১১৪তম বার্ষিক ওরশ ১৪ ফেব্রুয়ারি

    0
    27

    বোয়ালখালী পৌরসভাস্থ হযরত শাহসুফি মৌলভী আবুল খায়ের নকশবন্দি (রহ.) এর ১১৪তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মহাসমারোহে অনুষ্ঠিত হবে। বহদ্দারপাড়া খায়ের মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ওরশ উপলক্ষে দরবার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিসমূহ হলো, খতমে কোরআন, মিলাদ ও জিয়ারত, হুজুরের রচিত “ফানাফিল্লার পথে” আধ্যাত্মিক গ্রন্থ থেকে আলোচনা সভা, আখেরি মোনাজাত, হুজুরের রচিত আধ্যাত্মিক সংগীত ” খায়ের মঞ্জিলের গান। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন দরবারে গাউছে হাওলা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী। আলোচক থাকবেন বান্দরবান সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক আলী আজগর চৌধুরী।
    উক্ত ওরশ শরীফে যোগদান করার জন্য দরবার পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক শামছুল করিম লিটন অনুরোধ জানিয়েছেন।