হতদরিদ্র মানুষের মাঝে কৈনপুরা সচেতন সংঘের উদ্যোগে কর্মহীন ৩৫০ জনের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

    0
    22


    কৈনপুরা সচেতন সংঘের উর্দ্দ্যেগে সংগঠনের উপদেষ্টা আমেরিকান প্রবাসী ডাঃ প্রশান্ত দত্ত, ইঞ্জিনিয়ার দিগন্ত দত্ত, অষ্ট্রেলিয়ান প্রবাসী শভ্য শাচী দত্তের সার্বিক সহযোগীতায় কোভিট-১৯ এর কর্মহীন ৩৫০ জনকে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান।কৈনপুরা সচেতন সংঘের উপদেষ্টা এডিশনাল পিপি বাবু প্রদীপ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ আনোয়ারা থানার সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মোহাম্মদ মঈন উদ্দিন, প্রধান আলোচক ছিলেন ৮ নং চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব নুরুছ ছফা মেম্বার, কৈনপুরা বৈদিক গীতা শিক্ষা বিদ্যালয়ের সাধারন সম্পাদক রঞ্জন দত্ত, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপ কমিটির সহ সম্পাদক, আমুস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত ডাঃ পরিতোষ দত্ত ও কৈনপুরা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রনধীর দত্ত, কৈনপুরা সচেতন সংঘের সভাপতি সুশান্ত দত্ত ও সাধারন সম্পাদক প্রনতোষ দত্ত, শ্রীকান্ত দত্ত, কৈনপুরা সার্বজনীন দূর্গা পূজা উৎসব কমিটির সভাপতি দিবাকর দত্ত, বিপ্লব দত্ত, রিপন দত্ত, সংগঠনের সহ সভাপতি ভাস্কর দত্ত, রাধাকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কাজল দাশ, সাধারণ সম্পাদক অবিনাশ দাশ, ৮ নং চাতরী ইউনিয়নের যুবলীগ নেতা দেবাশীষ দাশ, পলাশ দাশ, রিপন দাশ উপস্থিত সবার মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ প্রদান এবং নেতৃবৃন্দরা বলেন, মুখে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ২০ মিনিট পর পর সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন।কৈনপুরা সচেতন সংঘের পক্ষ থেকে সবার মাঝে মাস্ক বিতরন করা হয়। জয় হোক মানবতার, জয় হোক কৈনপুরা বাসীর। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বাবু ভবতোষ দত্ত
    বি.দ্র:- কোভিট-১৯ এ সেবা দিতে গিয়ে পুলিশ, নার্স, আর্মি, ডাক্তার, সাংবাদিক, প্রশাসকের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ বিভিন্ন সমাজ সেবী সংগঠনের নেতৃবৃন্দ, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের আত্মার শান্তি কামনার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।