রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে শিশুর মৃত্যু

    0
    17

    চট্টগ্রামের রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আবু সাঈদ আদিল। তার বয়স সাড়ে ৩ বছর। শিশু আদিল উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে।

    বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

    থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় শিশুর মা আফসানা নুর নাস্তা তৈরির জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দেন। শিশু আদিল দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়। পরিবারের সদস্যরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়।

    নিহত আদিলের দাদি আছিয়া বেগম ও জেঠা মোহাম্মদ আইয়ুব বলেন, গরম তেলে পড়ে আদিলের মৃত্যু হয়েছে।

    থানার উপ-পরিদর্শক মো. জহির উদ্দিন বলেন, গরম তেলে দগ্ধ হয়ে ওই শিশু মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। পরিবারের সদস্যদের কারো কোনো অভিযোগ নেই, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।