শুল্ক কমানোর পর উল্টো বাড়লো চিনির দাম 

    0
    9

    দেশে পরিশোধিত চিনির চাহিদা ১৮-২০ লাখ টন 
    # পরিশোধিত ও অপরিশোধিত চিনির শুল্ক অর্ধেক করেছে সরকার
    # মিলার ও দ্বিতীয় পক্ষের সিন্ডিকেট কারসাজিতে উল্টো বাড়ছে দাম

    ডিম, আলু, সবজিসহ অধিকাংশ খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে অস্থির বাজার। নাভিশ্বাস ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণে নানানভাবে চেষ্টা করছে সরকার। আলু আমদানির সিদ্ধান্তের পাশাপাশি চিনিতে শুল্ক কমানো হয়েছে ৫০ শতাংশ। দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম কমা দূরে থাক, উল্টো বেড়েছে। চারদিনের ব্যবধানে প্রতি মণ চিনিতে দাম বেড়েছে ২০০ টাকার বেশি।