সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

    0
    12

    জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘এ ঘটনা অপ্রত্যাশিত। আমি তা জানতাম না, তথ্যমন্ত্রীও মনে হয় জানতেন না। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেছি। উনি একটি চিঠির কথা বলেছেন। সম্ভবত, ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে। ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখছি। এ চিঠির উৎস কোথায় দেখা হচ্ছে।’

    মন্ত্রী বলেন, ‘এটা কেমন করে হলো তা দেখে ব্যবস্থা নেবো। আমি দুঃখিত, এতে আপনাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এমন ঘটনা আর যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখব। ইতোমধ্যে এ নিয়ে এনএসআই, সিআইডি, এসবির সঙ্গেও আলাপ করেছি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

    বৈঠকে ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তপু প্রমুখ সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।