সিএনজিচালিত বাসেও নেয়া হচ্ছে বাড়তি ভাড়া

    0
    17

    বর্ধিত ভাড়ার প্রথম দিনে রাজধানীর গণপরিবহনে চলছে নৈরাজ্য। কোনো হিসাব নিকাশ ছাড়াই পকেটের টাকা খসছে নগরবাসীর। এতে ক্ষোভ আর হতাশা যাত্রীদের। লাগেনি নতুন ভাড়ার চার্ট।

    সিএনজিচালিত বাস হলেও নেয়া হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে অসন্তোষ আর ক্ষোভ ছিল বাস যাত্রীদের। তারা জানায়, দাম বেড়েছে ডিজেলের কিন্তু সিএনজিচালিত বাসেও নেয়া হচ্ছে বর্ধিত ভাড়া। যাত্রীরা আরও জানায়, ৫ টাকার ভাড়া বাড়িয়ে করা হয়েছে ৮ টাকা। কিন্তু নেয়া হচ্ছে ১০ টাকা।

    কমলাপুর টু নতুন বাজারগামী ঢাকার পরিচিত ৬ নম্বর বাস। যাত্রীদের অভিযোগ, ডাবল ভাড়া নেয়া হচ্ছে এ রুটে। চালকরা বলছেন, সমিতি থেকে এখনো ভাড়ার তালিকা না দেয়ায় তারা অনুমান করে ভাড়া আদায় করছেন।

    সোমবার ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করে শহরে ৪৫ পয়সা বাস ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে…তা শুধু ঘোষণাই মাত্র। বেশিভাগ রুটেই ভাড়া রাখা হচ্ছে হিসাব ছাড়াই।

    রাস্তায় কোনো নৈরাজ্য চলছে কিনা! তা তদারকিতে চোখে পড়েনি কোনো সংস্থাকে।