সুবিধাজনক সময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী 

    0
    9
    ????????????????????????????????????????????????????????????????

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর আশা প্রকাশ করেছেন, সুবিধাজনক সময়ে ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।
    ভারতীয় মন্ত্রী বলেন, সুবিধামতো সময়ে ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া জেসিসি জেআরসির বৈঠক হবে নিয়মিত।

    দুই দিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, র‌্যাব ইস্যুতে সহযোগিতা করবে ভারত। তবে এ নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি ড. এস জয়শংকর।

    এর আগে দুপুরে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। 

    আরও পড়ুন: র‌্যাব নিয়ে প্রশ্নের জবাব দিলেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এস জয়শঙ্কর। সেসময় প্রধানমন্ত্রীর হাতে ভারত সফরের নিমন্ত্রণপত্র তুলে দেন তিনি। এসময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়েও কথা বলেন তারা।