সৌদিআরবের তায়েফে বৃষ্টির কারণে ৮৬টি গাড়ি দুর্ঘটনা

    0
    13

    আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব থেকে: সৌদিআরবের তায়েফ অঞ্চলে একটানা ভারী বৃষ্টির কারণে মোট ৮৬টি গাড়ি দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায়,গত দুদিন ধরে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে শেহার রোডের বেশ কয়েকটি ট্রাফিক লাইট বন্ধ হয়ে যায়,যার ফলে বিশাল যানজট এবং ট্র্যাফিক দুর্ঘটনা ঘটে।

    তথ্য মতে,ট্রাফিক লাইটগুলি বন্ধ ছিল তায়েফ-আল-সাইল রোডের সাথে ৬০টির বেশি সংযোগস্থলে ট্রাফিক কিছু সিগন্যালের উপর রাউন্ডঅবাউটে চলে গিয়েছিল,যার ফলে ট্রাফিক চলাচলে চাপ সৃষ্টি হয়।

    তায়েফের রেড ক্রিসেন্টের মুখপাত্র শাদি আল-থুবাইতি জানান,গভর্নরেটের রেড ক্রিসেন্ট দল, ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি,২৬০টির মত দুর্ঘটনা জনিত জরুরি কল পায়, এবং সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যে সকল দুর্ঘটনার মোকাবেলা করতে সক্ষম হয়।এতে করে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি ।

    তিনি আরও উল্লেখ করেন যে, শুধুমাত্র ট্র্যাফিক দুর্ঘটনা জন্য,৮৬টি জরুরী কল আসে।

    এছাড়া তিনি আর জানান যে, প্রচুর পরিমাণে অসুস্থতার রিপোর্ট পেয়েছেন তারা ,যার পরিমাণ হবে ১৭৪ জন,এরা কেউ ডায়াবেটিস, কেউ মৌসুমী সর্দি কাশি এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে তাদের নিকট প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা চান এবং সাথে সাথে তাদের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয় ।