২৭ জুলাই থেকে বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইট, টিকেট বিক্রি শুরু 

    0
    74

    আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটের বাণিজ্যিক ফ্লাইট। ইতোমধ্যে এই রুটের টিকেট বিক্রয়ও শুরু হয়েছে। যাত্রীগণ দেশে বিদেশে অবস্থিত বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান অনুমোদিত যে কোন ট্রাভেল এজেন্সি, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com ও কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ থেকে এ রুটের টিকেট ক্রয় এবং আনুষঙ্গিক সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। তবে কানাডাস্থ ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয়ের বিষয়টি এখনও অ্যাক্টিভেশন পর্যায়ে রয়েছে।

    ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে প্রতি বুধবার ও রোববার বিমানের ফ্লাইট টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে এবং একই দিন টরন্টো থেকেও ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঢাকা-টরন্টো রুটে বিমানের সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহৃত হবে।

    যাত্রীরা ২০ জুলাইয়ের মধ্যে এ রুটের টিকেট ক্রয় করলে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে (একমুখী ও রিটার্ন উভয়ক্ষেত্রে) টিকেটের মূল ভাড়ার উপর ১৫% মূল্যছাড় পাবেন। তবে উক্ত সময়ের (২০ জুলাই) মধ্যে টিকেট ক্রয় করলে কানাডা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে (একমূখি ও রিটার্ন উভয়ক্ষেত্রে) যাত্রীগণ মূল ভাড়ার উপর ২৫% মূল্যছাড় পাবেন সেক্ষেত্রে যাত্রীকে ২৭ জুলাই থেকে ২০ আগস্টের মধ্যে ভ্রমণ শুরু করতে হবে। ২০ আগস্ট এর পর ভ্রমণ শুরু করলে ১৫% ডিসকাউন্ট প্রযোজ্য হবে।

    বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলে বিশেষ ভাড়া ও ফ্লাইটসূচি
    ইকোনমি ক্লাস
    একমুখী যাত্রার ক্ষেত্রে ১৫% ডিসকাউন্ট দিয়ে প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৯০,৫১০ টাকা থেকে শুরু এবং ১৫% ডিসকাউন্ট দিয়ে রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ১,৫৩,৩৭০ টাকা।

    প্রিমিয়াম ইকোনমি ক্লাস
    ১৫% ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১,২৭,৩০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫% ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ২,৩৪,৩৫৫ টাকা।

    বিজনেস ক্লাস
    ১৫%ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১,৬৪,১০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের ক্ষেত্রে ১৫% ডিসকাউন্ট দিয়ে সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৩,০৪,৩০২ টাকা।

    বি.দ্র. রেট অব এক্সচেঞ্জ অনুযায়ী মূল্য কিছুটা তারতম্য হতে পারে। বিমানের ওয়েবসাইট থেকে প্রোমোকোড BGWEB2022 ব্যবহার করে টিকেট ক্রয় করলে অতিরিক্ত ১০% ছাড় পাওয়া যাবে।

    ফ্লাইটসূচি
    আগামী ২৭ জুলাই থেকে সপ্তাহে প্রতি বুধবার বিজি৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। একঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

    সপ্তাহে প্রতি রোববার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর ৩টায় যাত্রা করে রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। একঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর দেড়টায় ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

    টরন্টো থেকে যাত্রা শুরু করলে বিশেষ ভাড়া ও ফ্লাইটসূচি
    ইকোনমি ক্লাস
    টরন্টো থেকে আসার ক্ষেত্রে ২৫% ডিসকাউন্ট দিয়ে ইকোনমি ক্লাশের প্রতিটি টিকেটের একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ৬৯০ কানাডিয়ান ডলার থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ২৫% ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ১২৩৩ কানাডিয়ান ডলার।

    প্রিমিয়াম ইকোনমি ক্লাস
    একমুখী সর্বনিম্ন ভাড়া ২৫% ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ১২৩০ কানাডিয়ান ডলার এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ২৫% ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ২১৭৮ কানাডিয়ান ডলার।

    বিজনেস ক্লাস
    একমুখী সর্বনিম্ন ভাড়া ২৫% ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ১৮৬০ কানাডিয়ান ডলার এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ২৫% ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ৩০৭৮ কানাডিয়ান ডলার।

    বি.দ্র. রেট অব এক্সচেঞ্জ অনুযায়ী মূল্য কিছুটা তারতম্য হতে পারে। বিমানের ওয়েবসাইট থেকে প্রোমোকোড BGWEB2022 ব্যবহার করে টিকেট ক্রয় করলে অতিরিক্ত ১০% ছাড় পাওয়া যাবে।

    ফ্লাইটসূচি
    প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘন্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

    সপ্তাহে প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।