৫ আগস্ট পর্যন্ত স্থগিত সিলেট-৩ আসনের উপনির্বাচন

    0
    13

    করোনায় মারা যান সংসদ সদস্য। সেই শূন্য পদে ভোট করতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ যায় রিটার্নিং কর্মকর্তারও। এরপরও সংবিধানের দোহাই দিয়ে ২৮ জুলাই সিলেট-৩ আসনের ভোট করতে চায় ইসি। অবশেষে ৫ আগস্ট পর্যন্ত নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

    কঠোর লকডাউনে যখন পুরো দেশ। কড়া বিধিনিষেধে যখন থমকে আছে সব, তখন রাজ্যের ব্যস্ততা নির্বাচন কমিশনের। উপলক্ষ্য সিলেট ৩ আসনের উপনির্বাচন। গত ১১ মার্চ করোনায় মারা যায় সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজন করতে হয়। আর মহামারী বা দ্বৈব দুর্বিপাকে আরো ৯০ দিন সময় পায় ইসি। সে হিসেবে এখনো প্রায় দেড় মাস বাকী।

    কিন্তু সংক্রমনের উর্ধমূখী সময়ে কঠোর লকডাউনে যখন তাড়াহুড়ো করে ভোটের আয়োজনে ব্যস্ত ইসি, তখন সেই আয়োজন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যান রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন। তাকে আইসিউতে রেখেই নতুন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় জেলা প্রশাসককে। রোববার মারা যান ইসরাইল হোসেন। 

    একজন নির্বাচন কমিশনার বলছেন, মহামারির এই সময়ে ভোটে সায় ছিলো না কোনো কোনো কমিশনারের। কিন্তু তারপরও সিইসির ইচ্ছায় ভোটে সায় দিয়েছেন তারা।

    এই ভোটে দায়িত্ব পালন করবে তিন হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারি। কর্মকর্তার মৃত্যুর পর শঙ্কিত তারাও। করোনার লকডাউনে ভোটারদের আগ্রহ নেই বিন্দুমাত্র, তবুও থেমে নেই ইসি।

    নির্বাচন বিশ্লেষকরা বলছেন, কিছুদিন আগে ভোটের আয়োজন করতে গিয়ে ভারতে সংক্রমণ ছড়িয়েছিলো বহুগুন। বাংলাদেশেও সাম্প্রতিক ভোটে ভোটাররা খুব একটা কেন্দ্রমূখী হচ্ছে না। ফলে মহামারীতে ভোট করাকে কৌশলে হিসেবেই নিয়েছে ইসি।