কবিতা: শেষ চিঠি – জোয়াইরিয়া বিনতে আজিজ

    0
    104

    শেষ চিঠি

    তুমি কেমন আছো প্রিয়?
    শেষ চিঠি টা পড়ে নিও,
    নদীর ধারে আসো নি সেদিন
    যেদিন সব ভালোবাসা উজাড় করবো বলে,
    একটা জবা ফুল খোঁপায় গেঁথে বসেছিলাম।

    বড্ড অভিমানী ছিলাম
    তারিখ ছিলো পঁচিশ মার্চ, ১৯৭১
    আর আসো নি,যুদ্ধে চলে গেছো,
    তুমি বীর হয়েছিলে আর
    আমায় বীরাঙ্গনা করেছো।

    তুমি তো যোদ্ধা, বীর বাঙালি
    মেশিনগানের গোলাবর্ষণে
    বন্দুক হাতে ট্রিগার টেনে,
    বারবার আঘাত করছিলে।

    ঐদিন টুকরো টুকরো করে আমায়
    নদীতে ভাসিয়েছিলো হায়েনারা,
    যুদ্ধ শুরু হতেও দেয়নি
    আমি ছিলাম বড্ড দিশেহারা।
    সেদিন ছিলো ২৫ মার্চ কালরাত্রি,
    প্রতিটি মানুষ ছিলো মৃত্যু পথযাত্রী।

    জয় বাংলা,স্লোগানে
    উত্তপ্ত,বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন রাত
    বাঙালির হাহাকার, চিৎকার!
    লণ্ডভণ্ড ছারখার,লাশ আর লাশ
    পাক বাহিনী দেখালো সে রাতে
    নৃশংসতা আর ত্রাশ!

    পারলে মায়ের কাছ থেকে নিয়ে
    পড়ে নিও আমার লেখা শেষ চিঠি,
    হে আমার যোদ্ধা, আমার বীর!
    তোমার জন্য পরপারে থাকবো
    প্রেম নিয়ে হাজির।

    লেখক:
    জোয়াইরিয়া বিনতে আজিজ
    শিক্ষার্থী, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।