রোহিঙ্গা শিবিরে দেশীয় সাংবাদিকদের প্রবেশে বাধা নেই

    0
    19

    রোহিঙ্গা শিবিরে দেশীয় সাংবাদিকদের প্রবেশে বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। রোববার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

    মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, রোহিঙ্গা শিবিরে দেশীয় সাংবাদিকদের ঢুকতে কোনো বিধিনিষেধ নেই। সেখানে অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবেন তারা। তবে বিদেশি সাংবাদিকদের আগে অনুমতি নিতে হবে। পূর্বানুমতি সাপেক্ষে রোহিঙ্গা শিবিরে কাজ করতে হবে তাদের।

    সম্প্রতি রোহিঙ্গা শিবিরে প্রবেশে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হন সাংবাদিকরা। এতে তাদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করা ব্যাহত হয়। ফলে সেখানে ঢুকতে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি না, সেই প্রশ্নের উদ্রেক ঘটে। পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

    সভায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।