একটি সড়ক সেতুর অভাবে যুগ যুগ বছর ধরে অবহেলিত বোয়ালখালীর মানুষ

    0
    34


    এস.এম. জাফর আহমদ, চট্টগ্রাম।

    চট্টগ্রামের বোয়ালখালীস্থ কালুরঘাট রেল সেতুর পশ্চিমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পূর্বে বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশন/চট্টগ্রাম মহানগরের কাছের উপজেলা হওয়া সত্ত্বেও কর্ণফুলী নদীর উপর নতুন সড়ক সেতু নির্মাণ করা হয়নি। দুইটি মেয়রের এলাকা হওয়ার কারণে কালুরঘাট রেল সেতুর পাশাপাশি একটি সড়ক সেতুর জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমান কালুরঘাট রেল সেতু খুবই ঝুঁকিপূর্ণ ও দুর্বল। যেকোন সময় রেলসেতুটি ভেঙ্গে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা এলাকাবাসীর। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা-সাম্পানে কর্ণফুলী নদী পারাপার করে থাকে। বোয়ালখালীর অবহেলিত জনগণের কথা কেহ চিন্তা করে না। বর্তমান আওয়ামী লীগ সরকারকে তিনজন সংসদ সদস্য বোয়ালখালী বাসী উপহার দেওয়ার পরেও যুগযুগ বছর ধরে সড়ক সেতুর অভাবে সড়ক যোগাযোগের সেবা থেকে বোয়ালখালীবাসী বঞ্চিত। বোয়ালখালীর অবহেলিত জনগণকে দেখার জন্য যেন কেহই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদ্মা সেতুর মত বড় বড় সেতু নির্মাণ করলেও বোয়ালখালীর জনগণের জন্য সড়ক সেতু নির্মাণ করা হয়নি। জনসাধারণের অভিযোগ পদ্মা, যমুনা সেতুর চেয়ে বোয়ালখালী কালুরঘাট সড়ক সেতুটি দৈর্ঘ্যে বড় হয়েছে? নাকি বাজেট বেশী হয়েছে। কেন আমাদেরকে একটি সড়ক সেতু দেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশের নাগরিক নয় কি? আমরা বার বার আওয়ামীলীগকে ভোট দিয়েছি একটি নতুন সড়ক সেতু পাওয়ার আশায়। এই উপজেলাটি চট্টগ্রাম শহরের কাছে হওয়া শর্তে একটি কালুরঘাট রেলসেতুর পাশাপাশি একটি নতুন সড়ক সেতু করা হচ্ছে না। প্রতিনিয়ত সরকারী/বেসরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যাতায়াত করলেও সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হয়নি। বোয়ালখালীতে তেমন কোন উন্নয়ন করা হয়নি। কালুরঘাট রেলসেতু আংশিক সংস্কার করা হলেও বোয়ালখালীর জনসাধারণের কোন কাজে আসবে না। সড়ক সেতু না থাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও স্কুল-কলেজে পড়া শিক্ষার্থীদের ভোগান্তির যেন শেষ নেই। শুধুমাত্র একটি সড়ক সেতুর অভাবে মানবেতর জীবন-যাপন করছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে একটি নতুন সড়ক সেতুর জন্য দাবী জানাইলেও কোন সুফল পায়নি ভুক্তভোগীরা। এইরকম চরম দুর্ভোগের কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে কালুরঘাট রেলসেতুর পাশাপাশি একটি নতুন সড়ক সেতু নির্মাণ করার জন্য বর্তমান সরকারের নিকট বোয়ালখালীবাসী জোর দাবী জানান।