কক্সবাজারে পর্যটকদের বর্জ্য নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ প্রকাশ 

    0
    22

    বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের যাওয়া পর্যটকদের বর্জ্য নিয়ে সংসদীয় কমিটিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংসদীয় কমিটি বলেছে, হাজার হাজার পর্যটক সেখানে যাচ্ছেন, সেখানে বর্জ্যগুলো যাচ্ছে কোথায়? এগুলো তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ এখনো সেখানে কেন্দ্রীয়ভাবে ময়লা রাখার কোনো জায়গা (এসটিপি) গড়ে ওঠেনি।

    বুধবার (২৭ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া যায়।

    বৈঠক কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

    কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মানুষের বর্জ্য নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। এত হাজার হাজার পর্যটক সেখানে যাচ্ছে, বর্জ্যগুলো যাচ্ছে কোথায়? এগুলো তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ এখনো তো কেন্দ্রীয়ভাবে সেখানে ময়লা রাখার স্থান (এসটিপি) গড়ে ওঠেনি।

    তিনি আরও বলেন, কক্সবাজারে সেন্ট্রাল এসটিপি করা এখন সময়ের ব্যাপার। সেজন্য এখন থেকেই হোটেল–মোটেল নির্মাণের প্ল্যান পাস করার সময় অবশ্যই এসটিপি নির্মাণের বাধ্যবাধকতা থাকার ব্যবস্থা রাখতে হবে।