জনপ্রতিনিধি প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়ন সম্ভব।

    0
    32


    বিশেষ প্রতিনিধি সিএনএন বাংলাদেশ ঃ-
    বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এলার্নিং অবস্থায় রয়েছে, সারোয়াতলীতে ১ মাসে ২ টি ডাকাতি সংঘটিত হয়েছে, আগ্নেয়াস্ত্রের মুখে কৃষি কাজে পাহাড়ে যাওয়া কৃষকদের অপহরণ করে চাঁদা আদায় করছে পূর্বান্চলের পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ, বিভিন্ন এলাকায় আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে মাদক, ইয়াবা বিক্রি ও সেবন, কধুরখীলে কিশোর গ্যাং এর দৌরাত্মে নিয়মিত সংঘাত লেগেই আছে। পোপাদিয়ায় মাদক সম্রাটের ভয়ে সাধারণ জনগণ তটস্থ থাকে। যাত্রীবাহী সিএনজি থেকে টোকেন এর নামে নেওয়া হয় চাঁদা, স্কুল টাইমে বখাটেদের উৎপাতে স্কুল কলেজগামী ছাত্রীরা ইভটিজিং এর শিকার হচ্ছে, মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচিত বিষয় বিষয় গুলো তুলে ধরেন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এবিষয়ে মতামত দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করলে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। ২৯ জুন বুধবার বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা
    উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী,
    সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম বাবুল। সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,
    প্রেসক্লাব সিঃ সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি নুরুল আলম, সম্পাদকক আফাজুর রহমান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে শফিউল আলম, এস এম জসিম, আবদুল মোনাফ, শামসুল আলম, মোহাম্মদ মোকাররম, কাজল দে, আবদুল মান্নান, সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এর প্রতিনিধিবৃন্দ।