তাড়াশে ভুমিহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে ইউ এন ও র সংবাদ সম্মেলন।

    0
    8

    ফিরোজ আল আমিন ,

    সিরাজগঞ্জ জেলা প্রতিনিধী:

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে ( ৭ আগস্ট) সোমবার তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করার পর ১৯৯৭ সালের ২০ মে কক্সবাজার পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের পুনর্বাসনের নির্দেশ প্রদান করেন।তাঁর নির্দেশনার প্রেক্ষিতে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তত্ত্বাবধানে।মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগষ্ট ২০২৩ তারিখ বুধবার ৪র্থ পর্যায়ের ২য় ধাপের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে তাড়াশ উপজেলায় তালিকা ভুক্ত ৩৫ টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে, তালম ৯ টি, সগুনা ১ টি, মাগুরা বিনোদ ১ টি, তাড়াশ সদর ৬ টি, মাধাইনগর ১ টি, দেশিগ্রাম ১৭ টি, ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হবে।৪র্থ পর্যায়ের ২য় ধাপের ৩৫ টি সহ এ পর্যন্ত তাড়াশ উপজেলায় সর্বমোট ৩৫৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। তাড়াশ উপজেলার (ক) শ্রেণীর তালিকা ভুক্ত উপকারভোগ�