নির্বাচন বাঁচাতে ‘মেডিকেল বোর্ড’ গঠনের বিকল্প নেই: মাহবুব তালুকদার

    0
    15

    নির্বাচন বাঁচাতে ‘মেডিকেল বোর্ড’ গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    মাহবুব তালুকদার বলেন, নির্বাচন এখন কিছু জটিল রোগে আক্রান্ত। যার পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্র সংকটাপন্ন। এক চিকিৎসকের পক্ষে তাকে বাঁচানো যাবে না। এজন্য মেডিকেল বোর্ড গঠনের বিকল্প নেই।

    তিনি বলেন, ‘মৃত্যুপথযাত্রী গণতন্ত্রকে স্বাভাবিক জীবনে ফেরানো অপরিহার্য। এক্ষেত্রে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে, আমরা গণতন্ত্রহীন নির্বাচন চাই কি না! গত ৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপনির্বাচন আমি পরিদর্শন করেছি। ইভিএমে এখানে মাত্র ২০ শতাংশ ভোট পড়ে। জনগণের নির্বাচনবিমুখতা আমাকে হতাশ করেছে।’

    নির্বাচন কমিশনার বলেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ইভিএমে ৭০ শতাংশ ভোট পড়ে। চট্টগ্রাম নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জামানত হারিয়েও এক প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ অবস্থা কেন? সেই বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়েছে।