পবিত্র আশুরা আজ

    0
    46

    আজ ১০ মহররম পবিত্র আশুরা। রক্তাক্ত কারবালাসহ বিভিন্ন ঘটনার সাক্ষী দিনটি। রোজা রাখাসহ নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয় মুসলিম বিশ্বে। তবে করোনা মহামারির কারণে এবার নেই বড় কোনো আয়োজন।হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ আজ শুক্রবার (২০ আগস্ট)। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে তা বাতিল করা হয়েছে।

    হিজরী ৬১ সালের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিআল্লাহু তায়ালা আনহু ও তার পরিবারের সদস্যসহ ৭২জন সঙ্গী এ দিন ইয়াজিদের সৈন্যদের হাতে করাবালার ময়দানে শহীদ হন।

    রাজধানীর হোসাইনি দালানের ইমাম-বাড়ি কর্তৃপক্ষ জানায়, সীমিত পরিসরে কিছু আয়োজন হবে দালানের ভিতরে। হায় হোসন ধ্বনি… ফোরাত নদীর শোক এখনও অমলিন। হোসাইনি দালানের তাজিয়া মিছিলে কালো কাপড় হৃদয়ে শোকের মাতম হয়ে থাকে প্রতিবছরই।

    পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।