বাড়তি বাস ভাড়া বন্ধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    0
    21

    সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে বেশি আদায় করায় শনিবারও (২০ নভেম্বর) চলছে অভিযান। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    এসময় যাত্রীরা অভিযোগ করেন, গাড়ির কোথাও সরকার নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়নি। ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাঁচটি বাসকে জরিমানা করা হয়েছে।

    এজন্য মালিকরা দুষছেন পরিবহণ শ্রমিকদের। আর শ্রমিকেরা দুষছেন মালিকদের। মাঝখান থেকে পকেট কাটা যাচ্ছে যাত্রীদের।

    ভাড়া নৈরাজ্য চালিয়ে যেতে ঢাকায় বাসের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। গত কয়েকদিন ধরে রাজধানীতে গণপরিবহণের সংখ্যা অনেক কম। ফলে যাত্রীরা পড়ছেন দুর্ভোগে। উপায় না দেখে অতিরিক্ত ভাড়াই দিচ্ছেন তারা।

    কাগজে-কলমে সিটিং সার্ভিস এবং ওয়ে বিল সিস্টেম তুলে দেয়া হয়েছে। ফলে বিআরটিএর চার্ট অনুযায়ী ভাড়া আগের চেয়ে কমে যাওয়ার কথা।

    কিন্তু কমা তো দূরের কথা, বরং ভাড়া অনেক বেড়েছে। যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর পরও কাজ হচ্ছে না।