বোয়ালখালীতে এসিল্যান্ড পরিচয়ে চাঁদা দাবি,র অভিযোগ

    0
    21


    বোয়ালখালী প্রতিনিধিঃ
    বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করে বুধবার (২৮ ডিসেম্বর) এসিল্যান্ড বোয়ালখালী ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

    ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এসিল্যান্ড। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতারক মোবাইল ফোনে নিজেদেরকে এসিল্যান্ড, বোয়ালখালী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করছে এবং টাকা দাবি করছে। এই ধরনের কোন ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক এসিল্যান্ড, বোয়ালখালী এর সরকারি নাম্বারে ( ০১৩২৪৩৮৪০৫৫)জানানোর জন্য অনুরোধ করা হলো। একই সাথে এসিল্যান্ড এর নামে কেউ টাকা দাবি করলে না দেওয়ার অনুরোধ করা হলো।

    বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন বলেন, অনেকে আমাকে ফোন করার পর ঘটনাটি শুনেছি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।