রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটের জয়

0
12

রিপাবলিকান দুর্গ অ্যারিজোনা অঙ্গরাজ্য। এবার রিপাবলিকানদের ঘাঁটিতে বিজয়ের নিশানা ওড়ালেন নির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন।শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রজেক্টে দেখানো হয়েছে, অঙ্গরাজ্যটির ১১টি ইলেক্টোরাল কলেজ ভোট জমা পড়েছে বাইডেনের পকেটে। এ নিয়ে বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়ালো ২৯০। বাইডেনের নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৭।সিএনএন-এর সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাইডেন অ্যারিজোনায় পেয়েছেন ১৬ লাখ ৬৮ হাজার ৬৮৪টি পপুলার ভোট। চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ১৬ লাখ ৫৭ হাজার ২৫০টি ভোট। এই রাজ্যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তা অনেকটাই স্পষ্ট।

তবে ৫৩৮ ইলোকটোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেয়ে আগেই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর অ্যারিজোনায় জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় নিভে গেল ট্রাম্পের। বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এই লক্ষ্যে তার নিজ নির্বাচনী অঙ্গরাজ্যে ডেলাওয়্যার থেকেই তার প্রশাসন গোছানোর প্রস্তুতি অনেকটা এগিয়ে নিয়েছেন।এদিকে, বার বার নির্বাচন চুরির অভিযোগ তুলে ডেমোক্র্যাটের বিরুদ্ধে মামলা ঠুকেছেন ট্রাম্প। সেই সঙ্গে নিজেকেই বিজয়ী দাবি করে ঘোষণা করেছেন তিনি।গুরুত্বপূর্ণ জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এখনো ফলাফল ঘোষণা বাকি। জর্জিয়ায় ১৬টি ও নর্থ ক্যারোলাইনায় ১৫টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।