আজ বোয়ালখালীতে হযরত আবদুল মজিদ শাহ’র বার্ষিক ওরশ

0
97


আজ ১৩ মার্চ শনিবার বোয়ালখালীতে শাহসূফী হযরত মাওলানা কাজী আবদুল মজিদ শাহ আলকাদেরী প্রকাশ বড় মৌলানা সাহেবের বার্ষিক ওরশ মাহফিল পশ্চিম কধুরখীলের কাজী বাড়ির দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল জিকিরসহ বিভিন্ন কর্মসূচী রয়েছে। এতে ধর্মবর্ণ সকলকে শরিক হওয়ার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হারুন অর রশিদ অনুরোধ জানিয়েছেন।