সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জম্নদিন পালন।

    0
    21

    ফিরোজ আল আমিন,সিরাজগঞ্জ জেলা সংবাদ দাতা :

    তাড়াশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাকক্ষে তাড়াশ উপজেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি হোসনেয়ারা নাসরিন দোলা’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও জন্মদিনের কেক কাটা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মীর শহিদুল ইসলাম শহীদ, অবসরর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ছাবেদ, ছাত্রলীগ নেত্রী নিলুফা ইয়াসমিন প্রমুখ।

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। তিনি বলেন, জাতির পিতার আমৃত্যু সঙ্গী, বাংলার মহীয়সী নারী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই (৮ আগস্ট) দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।
    বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপোষহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।